পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের
নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
নিহতরা হলো- ইমরান হোসেনের মেয়ে মারিয়া খাতুন (৭) ও শফিকুল ইসলামের মেয়ে খাদিজা খাতুন (৬)। নিহতরা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের বড় সাঐল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর ১টার দিকে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের বড় সাঐল এলাকার কফিল উদ্দিনের বাড়ির পাশে খেলাধুলা করছিল তার দুই নাতনি মারিয়া ও খাদিজা। একপর্যায়ে তারা সেখান থেকে নিখোঁজ হয়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাদের মরদেহ ভেসে থাকতে দেখেন পরিবারের লোকজন। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।