আর্কাইভ থেকে দেশজুড়ে

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে বিক্ষোভ করছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। সেখানে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি রোধে পুলিশ সদস্যরা অবস্থান করছে।

রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে মহানগরীর গাছা এলাকায় টি আর জেড নামক পোশাক কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করছেন।

শ্রমিকেরা জানায়, জুলাইয়ের ১৫ দিনের বেতন বকেয়া রয়েছে। আগস্ট মাসের বেতন এখানো দেয়নি। সেপ্টেম্বর মাসও শেষ হয়ে আসছে। এমনকি ঈদের সময় কিছু শ্রমিকের বকেয়া টাকা পাওনা রয়েছে। শনিবার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের কথা ছিল। কিন্তু সন্ধ্যা পর্যন্ত কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন না দিলে শ্রমিকরা চলে যায়। পরে রোববার সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে বিক্ষোভ করতে থাকে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ পরিদর্শক জহিরুল হক জানান, শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে শনিবার থেকে বিক্ষোভ করছে। আমরা এখানে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। মালিক পক্ষের সঙ্গে আলোচনা চলছে। তারা বলেছে, শ্রমিকদের পাওনা বেতন পরিশোধ করবে। এখনো শ্রমিকদের বেতনের বিষয়টি নিয়ে কারখানায় পুলিশের মধ্যস্থতায় আলোচনা চলছে।

এ সম্পর্কিত আরও পড়ুন