এশিয়া কাপের ফাইনালে টসের পর হানা দিল বৃষ্টি
এশিয়া কাপের ফাইনালে ভারত বনাম শ্রীলঙ্কার লড়াইয়ে নির্দিষ্ট সময় টস হলেও মাঠে গড়ালো না খেলা। টসের পর মাঠে নামতে প্রস্তুত ভারতের ফিল্ডার ও শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। এমন সময়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে কলম্বোয়। কাভার দিয়ে পিচ ঢেকে দিয়েছেন মাঠকর্মীরা।
আজ রোববার (১৭ সেপ্টেম্বর) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল।
ভারত একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল (উইকেটকিপার), ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।
শ্রীলঙ্কার একাদশ :
পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ভেল্লালাগে, প্রমোদ মাদুশান, দুশান হেমন্থ ও মাতিশা পাথিরানা।