আর্কাইভ থেকে বাংলাদেশ

সবচেয়ে বড় যুদ্ধের পরিকল্পনা করছে রাশিয়া : বরিস জনসন

ইতিহাসের সবচেয় বড় যুদ্ধের পরিকল্পনা করতে চলেছে রাশিয়া। বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী  বরিস জনসন। 

আজ রোববার (২০ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক সাক্ষাতকারে এ কথা বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

বরিস জনসন বলেন, ১৯৪৫ সালের পর ইউরোপে সবচেয়ে বড় যুদ্ধের পরিকল্পনা করছে রাশিয়া। 

ইউক্রেনে রুশ হামলার হুমকি এখনও রয়েছে কি না; এ প্রসঙ্গে বরিস জনসন জানান, যেসব প্রমাণ হাতে আসছে সেখান থেকে বলাই যায় ইউক্রেনে হামলার পরিকল্পনা কিছু ক্ষেত্রে ইতোমধ্যে শুরুও হয়ে গেছে ।

গোয়েন্দা সূত্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে, ইউক্রেনের রাজধানী কিয়েভকে ঘিরে ফেলতে একটি আক্রমণ শুরু করতে চায় রাশিয়া। ইউক্রেন সীমান্তে দীর্ঘদিন ধরেই প্রায় এক লাখ সেনাসদস্য মোতায়েন রেখেছে প্রতিবেশী দেশটি। এর মধ্যে ট্যাঙ্ক ও কামানসহ যুদ্ধবিমানের বহরও ইউক্রেন সীমান্তে পাঠিয়েছে রাশিয়া। যেকোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলেও আশঙ্কা রয়েছে। যদিও ইউক্রেনে হামলার কোনো পরিকল্পনা নেই বলে বরাবরই দাবি করে আসছে মস্কো।

অনন্যা চৈতী

এ সম্পর্কিত আরও পড়ুন