আর্কাইভ থেকে বাংলাদেশ

কঠিন সময়ে জুভেন্টাস

ইতালিয়ান সিরি আ’তে শিরোপা দৌড় থেকে ছিটকে পড়েছে জুভেন্টাস। সেরা চারে থেকে চ্যাম্পিয়নস লিগ খেলাও তাদের জন্য বেশ চ্যালেঞ্জিং। সব শেষ চার ম্যাচের তিনটিতে ড্র করল ‘ওল্ড লেডি’ খ্যাত দলটি। এবার নিজেদের মাঠে তোরিনোর সঙ্গে ড্র করেছে ১-১ গোলে।

ম্যাথিয়াস ডি লিখটের গোলে জুভেন্টাস ১৩ মিনিটে এগিয়ে গেলেও তোরিনোর হয়ে ৬২ মিনিটে অসাধারণ ভলিতে সমতা ফেরান আন্দ্রেয়া বেলোত্তি। বিরতির পর প্রতিপক্ষের পোস্টে কোনো শট নিতে পারেনি জুভেন্টাস। তারপরও সন্তুষ্ট কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি। 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানান, ‘শেষ পর্যন্ত ফলটা গুরুত্বপূর্ণ। গত তিন মাস লিগে অপরাজিত আমরা, এটা ইতিবাচক। সেরা চারের লড়াইয়ে এখনো আছি আমরা। ’ 

২৬ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে চারে জুভেন্টাস। দুই ম্যাচ কম খেলা আটালান্টা ৪৪ পয়েন্ট নিয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তাদের।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন