জেসন রয়কে বাদ দিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দল
ওয়ানডে বিশ্বকাপের জন্য গেল আগস্ট মাসে প্রাথমিক দল ঘোষণা করেছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এবার সেই দলে একটি পরিবর্তন এনে রোববার চূড়ান্ত দল ঘোষণা করলো ইসিবি।
প্রাথমিক দলে জায়গা পাওয়া জেসন রয়কে বাদ দিয়ে দলে ডাকা হয়েছে হ্যারি ব্রুককে। এছাড়া অবসর ভেঙে ফেরা বেন স্টোকসও আছেন দলে। বাদ পড়েছেন পেসার জোফরা আর্চার।
তবে রয়ের বিশ্বকাপ খেলার সম্ভাবনা এখনই শেষ হয়ে যায়নি। চোট থেকে সেরে উঠলে তাকে আয়ারল্যান্ডের বিপক্ষের সিরিজে খেলানো হবে। সেখানে ভালো করলে ২৮ সেপ্টেম্বরের মধ্যে বিশ্বকাপের দলে পরিবর্তন এনে তাকে যুক্ত করা হবে।
ইংল্যান্ডের চূড়ান্ত বিশ্বকাপ দল: জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কুরান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, রিস টপলে, ডেভিড উইলি, মার্ক উড ও ক্রিস ওকস।