রাতে মাঠে নামছে আল হিলাল, নেইমারেকে নিয়ে যা জানালেন কোচ
পিএসজিতে থেকে হালকা চোট নিয়েই আল হিলালে যোগ দিয়েছিলেন নেইমার। তাই সৌদি ক্লাবটিতে নাম লেখানোর পর ক্লাবটির হয়ে মাঠে নামতে অপেক্ষা করতে হয় তাঁকে। শুক্রবার আল হিলাল সমর্থকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সৌদি প্রো লিগে আল রিয়াদের বিপক্ষে অভিষেক হয় নেইমারের।
কিন্তু আবার অপেক্ষার প্রহর গোনা শুরু করতে হতে পারে আল হিলালের সমর্থকদের। কারণ, নেইমারকে নিয়ে আবার চোটের শঙ্কায় আছেন আল হিলালের কোচ জর্জ জেসুস।
এএফসি চ্যাম্পিয়নস লিগ খেলতে আজ সোমবার রাতে মাঠে নামবে আল হিলাল। বাংলাদেশ সময় রাত ১২টায় তাদের প্রতিপক্ষ উজবেকিস্তানের ক্লাব নাভবাহোর নামানগান।
তবে এই ম্যাচে নেইমার খেলবেন কি না, এমন এক প্রশ্নের উত্তরে হিলাল কোচ জানিয়েছেন, ‘আজকের অনুশীলনের পর আমরা সিদ্ধান্ত নেব, বিদেশি খেলোয়াড়দের মধ্যে কোন পাঁচজন খেলবে। নেইমার আর মাইকেলের হালকা অস্বস্তি আছে এবং এটা নিশ্চিত হতে হবে যে তারা ম্যাচটি খেলার জন্য শতভাগ ফিট আছে।’