ইউক্রেনের ৬ উপ-প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত
ইউক্রেনের সেনাবাহিনীতে একের পর এক দুর্নীতি বের হয়ে আসছে। এরই পরিপ্রেক্ষিতে শুদ্ধ অভিযান শুরু করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় সোমবার (১৮ সেপ্টেম্বর)ইউক্রেনের ছয় উপ-প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করেছেন জেলেনস্কি প্রশাসন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়,চলতি মাসের শুরুতে নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দেওয়ার পর এ সিদ্ধান্ত নিল দেশটির সরকার।তবে বরখাস্তের ব্যাপারে সরকারিভাবে কোনো তথ্য জানানো হয়নি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বরখাস্ত উপমন্ত্রীদের মধ্যে হানা মালিয়ার নামে একজন রয়েছেন যিনি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের বিষয়ে পাবলিক আপডেট জারি করতেন।
অন্যদিকে, দুই সপ্তাহ আগে ওলেক্সি রেজনিকভের স্থানে রুস্তেম উমেরভকে প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দেওয়া হয়। রেজনিকভ মন্ত্রী থাকার সময় তার মন্ত্রাণালয়টি দুর্নীতিগ্রস্ত ছিল বলে অভিযোগ রয়েছে। তবে ওলেক্সি রেজনিকভ কোনো অভিযোগের মুখোমুখি হননি।
মুসলিম সংখ্যালঘু ক্রিমিয়ান তাতার সম্প্রদায়ের নেতৃস্থানীয় সদস্য রুস্তেম উমেরভ সাবেক সোভিয়েত ইউনিয়নের উজবেকিস্তানে জন্মগ্রহণ করেন। স্ট্যালিনের সময়কালে তার পরিবারকে নির্বাসিত করা হয়েছিল। ১৯৮০ থেকে ১৯৯০ এর দশকে তাতারদের ফিরে আসার অনুমতি দেওয়া হয়। ওইসময় ইউক্রেনের ক্রিমিয়ায় ফিরে আসেন রুস্তেম উমেরভ।টেলিকম ব্যবসায়ী উমেরভ ২০১৯ সালে ইউক্রেনের সংসদ সদস্য নির্বাচিত হন।