নিলামে উঠছে ১৫ কোটি বছর আগের ডাইনোসরের কঙ্কাল
নিলামের মাধ্যমে ডাইনোসরের একটি পুরো কঙ্কাল বিক্রয় করা হবে। আসছে অক্টোবরে ফ্রান্সের রাজধানী প্যারিসে ওই নিলাম অনুষ্ঠিত হবে।
১৯৯০ এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াইমিং অঙ্গরাজ্যে দেড়শো মিলিয়ন বা ১৫ কোটি বছর বয়সী ক্যাম্পটোসরাস নামের ওই ডাইনোসরের কঙ্কালটি আবিষ্কৃত হয়।
মার্কিন জীবাশ্মবিদ বেরি জেমস ওই ডাইনোসরের কঙ্কাল আবিষ্কার করেন। তার নাম অনুসারে পরে ডাইনোসরটির নামকরণ করা হয় ‘বেরি’। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ডাইনোসরের পুরো কঙ্কালটি ভালভাবেই সংরক্ষিত আছে। আসছে ২০ অক্টোবর প্যারিসের হোটেল ড্রোউটে অনুষ্ঠেয় নিলামে কঙ্কালটি বিক্রি হবে। এটি বিক্রি করে ১২ লাখ ইউরো বা ৯ লাখ ৭০ হাজার পাউন্ড পাওয়া যাবে বলে আশা করছে নিলাম আয়োজক কর্তৃপক্ষ।
জুরাসিক যুগের শেষের দিকের (আজ থেকে ২০ কোটি ১৩ লাখ বছর আগে থেকে ১৪ কোটি ৫৫ লাখ বছর আগ পর্যন্ত সময়সীমা) এই ডাইনোসরটির কঙ্কালটি সোয়া ১৬ ফুট লম্বা এবং এর উচ্চতা ৬ ফুট ৯ ইঞ্চি।
আলেকজান্ডার গিকুয়েলো নামে নিলাম আয়োজকদের একজন জানান, এত কৌশলে ডাইনোসরের কঙ্কাল দেখা সত্যিই খুব অস্বাভাবিক। তিনি জানান, ডাইনোসরের মাথার খুলির ৯০ ভাগ অবিকৃত অবস্থায় রয়েছে। আর মাথার খুলি ছাড়া পুরো কঙ্কালের ৮০ ভাগ অবিকল অবস্থায় রয়েছে।
ডাইনোসরের জীবাশ্ম বিক্রি করা বিরল ঘটনার একটি। প্রতি বছর যে হচ্ছে না –তা নয়। বিশ্বব্যাপী খুব কম সংখ্যক এ ঘটনা ঘটে থাকে। তবে সম্প্রতি বেশ কয়েকজন বিশেষজ্ঞ জীবাশ্ম বিক্রির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
গত এপ্রিলে ইউরোপে প্রথম বারের মতো একটি ডাইনোসরের জীবাশ্ম নিলামে বিক্রি করা হয়েছিল। ওই সময় স্কটল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের ডাইনোসর বিশেষজ্ঞ অধ্যাপক স্টিভ ব্রুসেট নিজের উদ্বেগ জানিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে বলেছিলেন, ডাইনোসরের কঙ্কালগুলো বৈজ্ঞানিকভাবে খুবই মূল্যবান। নিলামে বিক্রির মাধ্যমে ব্যক্তিগত সংগ্রাহকদের ভল্টে কঙ্কালটি অদৃশ্য হয়ে যেতে পারে।”