আর্কাইভ থেকে ফুটবল

অলিম্পিককে মেসি ও দি মারিয়াকে চান মাচেরানো

বিশ্বকাপের পর এখন অলিম্পিকেও নিজেদের শ্রেষ্ঠত্ব ফেরাতে মেসি ও দি মারিয়াকে চান আর্জেন্টিনা অনূর্ধ্ব–২৩ দলের কোচ হ্যাভিয়ের মাচেরানো। অলিম্পিক ফুটবলে সাধারণত যেকোনো দেশের অনূর্ধ্ব–২৩ দল খেলে। তবে কোচ চাইলে দলে ২৩ বছরের বেশি ৩ জন খেলোয়াড় রাখতে পারেন।

মাচেরানো সেই তিনজনের দুজন হিসেবে দলে পেতে চান তার সাবেক সতীর্থ মেসি ও দি মারিয়াকে। সম্প্রতি নিজের দল নির্বাচন নিয়ে কথা বলেছেন তিনি। যেকোনোভাবে মেসি ও দি মারিয়াকে নিজের দলে পাওয়ার আগ্রহ জানিয়ে মাচেরানো বলেছেন, ‘দুজন বিশ্বচ্যাম্পিয়নকে দলে পাওয়া অবশ্যই গর্বের বিষয় হবে। এমন খেলোয়াড় আছে, যারা কিছু বিষয় নির্ধারণ করে দিতে পারে। দলে লিওনেল মেসি ও আনহেল দি মারিয়াকে পাওয়া হবে সম্মানের ব্যাপার।’

আর্জেন্টিনার সর্বশেষ অলিম্পিক জয়ের স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে এ তিনজনের নাম। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে সোনা জেতা সেই দলে খেলেছেন মেসি, দি মারিয়া ও মাচেরানো। যেখানে দি মারিয়ার গোলে ফাইনালে নাইজেরিয়াকে হারিয়ে সোনা জিতেছিল আর্জেন্টিনা।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন