ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের নতুন ডিএমডি বীমা কর্মকর্তা প্রবীর চন্দ্র দাস
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন বীমা ব্যক্তিত্ব প্রবীর চন্দ্র দাস । কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা সম্প্রতি কোম্পানির চেয়ারম্যান মোরশেদ আলম পদোন্নতি পত্র প্রবীর চন্দ্র দাসের হাতে তুলে দেন। এর আগে কোম্পানিতে তিনি বীমা ব্যক্তিত্ব হিসেবে কর্মরত ছিলেন।
শরীয়তপুর ডামুড্ডায় জন্মগ্রহণকারী প্রবীর চন্দ্র দাস ২০১০ সালে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর বিনিয়োগ বিভাগে যোগদানের মাধ্যমে বীমা কোম্পানিতে ক্যারিয়ার শুরু করেন। প্রবীর চন্দ্র দাস প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে ২০১৫ সালে ন্যাশনাল লাইফে যোগদান করেন। তিনি কোম্পানির সার্বিক উন্নয়ন ও আর্থিক ভিত্তি সুদৃঢ় করতে অবদান রাখছেন। এর আগে কিছুদিন তিনি চতুর্থ প্রজন্মের জীবন বীমা কোম্পানি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এ কাজ করেন। তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের একজন ফেলো সদস্য।