নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু
গাইবান্ধার সাদুল্লাপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে রুহান মিয়া নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুর বয়স এক বছর ৮ মাস। নিহত রুহান মিয়া সাঘাটা উপজেলার ভরতখালী এলাকার রাহুল মিয়ার ছেলে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের শ্রীকলা (দক্ষিণ পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
স্বজনরা জানায়, সম্প্রতি রুহান মিয়া তার মা রুমা বেগমের সঙ্গে শ্রীকলা গ্রামের নানা অছিম উদ্দিনের বাড়িতে বেড়াতে আসে। এরপর মঙ্গলবার সকালে শিশুটি বাড়ির উঠানে খেলছিল। এরই মধ্যে হঠাৎ নিখোঁজ হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখতেন স্বজনরা। দ্রুত উদ্ধার সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে রুহান মারা যান।
জামালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ইয়াছিন আলী বলেন, পানিতে পড়ে অছিম উদ্দিনের নাতি রুহানের মৃত্যু হয়েছে। এ ঘটনাটি খুবই দুঃখজনক।