কিউইদের বিপক্ষে প্রথম দুই ম্যাচে টাইগারদের কোচ পোথাস
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড দল। আগামী ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর মিরপুর শেরে বাংলায় মাঠে গড়াবে ম্যাচগুলো।
তবে এই সিরিজের প্রথম দুই ম্যাচে থাকছেন না টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এই সময়ে দলের দায়িত্বে থাকবেন সহকারী কোচ নিক পোথাস।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন পারিবারিক কারণে কয়েকদিন ছুটিতে আছেন হাথুরুসিংহে।
জালাল ইউনুসের বলেন, ‘তার (হাথুরুসিংহে) স্ত্রীর একটা বড় সার্জারি আছে। হাথুরুসিংহে দুইটা ওয়ানডেতে থাকবে না। ২৫ তারিখে আসবে। ২৬ তারিখ যোগ দেবে। এই সময়ে আমরা নিক পোথাসকে নিয়োগ দিয়েছি। ’