আর্কাইভ থেকে আইন-বিচার

কিশোরগঞ্জে কৃষক হত্যায় ৩ ভাইসহ সাতজনের যাবজ্জীবন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কৃষক আখতারুজ্জামান (৭০) হত্যা মামলায় তিন ভাইসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেসাথে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সায়েদুর রহমান খান এ রায় ঘোষণা করেন।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সায়েদুর রহমান খান এ রায় ঘোষণা করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবু নাসের মো. ফারুক সঞ্জু বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পাকুন্দিয়া উপজেলার চরকাউনা গ্রামের মৃত আব্দুল গফুরের তিন ছেলে কাশেম মিয়া (৫০), ফালান মিয়া (৪৫) ও আসাদ মিয়া (৪০), মৃত রফিক মিয়ার ছেলে আল আমিন (২৫), আবুল কাশেমের ছেলে এনামুল হক (২০), আব্দুর রাশিদের ছেলে সুমন মিয়া (২৫) এবং মুর্শেদ উদ্দিনের ছেলে মাসুদ (২৮)।

রায় ঘোষণার সময় আল আমিন ও এনামুল হক বাদে অন্য পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন