আর্কাইভ থেকে ক্রিকেট

সাকিবের পাশে মেহেদী মিরাজ

গেল কিছু ধরে বাংলাদেশ জাতীয় দলের উদীয়মান ক্রিকেটার তানজিম হাসান সাকিবের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের পোস্ট নিয়ে চলছে নানা সমালোচনা।  সমালোচনার কাঠগড়ায় সাকিবকে দাঁড় করিয়েই থেমে থাকেননি নেটিজেন ও বিভিন্ন মহলের তারকারা। রীতিমতো তাকে নিষিদ্ধ করার দাবি উঠে আসে ওই পোস্টের কারণে।

তবে বিষয়টি নিয়ে ক্ষমা চেয়েছেন সাকিব। একই সঙ্গে শুনছেন বোর্ডের সতর্কবার্তাও।

তবে সাকিব এই সময় পাশে পেয়েছেন তার সতীর্থ মেহেদী হাসান মিরাজকে।   এই তরুণ আলরাউন্ডার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিবের একটি ছবি পোস্ট করেন মিরাজ।

ক্যাপশনে লেখেন, ‘আমি নিশ্চিত, তুমি কাউকে আঘাত করার উদ্দেশ্যে কিছু বলোনি। হয়তো তোমার উপস্থাপনটা ভুলভাবে হয়ে গেছে এবং তুমি তা বুঝেছ। বাংলাদেশের সংবিধান ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী সবাইকে মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে, ৪১ অনুচ্ছেদ অনুযায়ী নিজ ধর্ম পালন ও প্রচারের স্বাধীনতাও দিয়েছে। তেমনই ইসলামে নারীকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়েছে। কন্যাসন্তানকে সবচেয়ে বড় এক নিয়ামত বলা হয়েছে, মায়ের পদতলে সন্তানের জান্নাত বলা হয়েছে ও স্ত্রীকে সবচেয়ে বড় প্রশান্তির মর্যাদা দেওয়া হয়েছে। ফলে নারীবিদ্বেষের কথা তো এখানে আসেই না।

সামনে তোমার এক দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে। বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক কিছু দেওয়ার আছে তোমার। শুভকামনা রইল, তানজিম হাসান সাকিব, আল্লাহ তোমার সহায় হোক। সরল সত্যের পথে অটুট থাকো।’

অবশ্য মিরাজ পরে পোস্টটি মুছেও ফেলেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন