হলের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় ৭১ হলের যমুনা ব্লকের সাত তলা থেকে নিচে পড়ে ফিরোজ কাজী (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টম্বর) দিবাগত রাত পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে।
ফিরোজ কাজী মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ২০৩ নম্বর রুমে থাকতেন। তিনি বিশ্ববিদ্যালয়ের চাইনিজ ভাষা ও সংস্কৃতি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়।
ঢাবি শিক্ষার্থী মাহিম খান বলেন, ফিরোজ মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে থাকতেন। আমরা বিজয় ৭১ হলে থাকি। রাতে হঠাৎ একটি শব্দ শুনতে পাই আমরা। গিয়ে দেখি ফিরোজ কাজী নিচে পড়ে আছেন। পরে আমরা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সহপাঠীরা বলেন, বেশ কয়েকদিন ধরেই অন্যমনস্ক ছিলেন ফিরোজ। এমনকি ভবনের বারান্দা থেকে লাফ দেয়ার ঘণ্টা খানেক আগেও বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন তিনি।
রমনা জোনের এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম জানান, প্রাথমিকভাবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। আত্মহত্যা কিনা, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে বলে জানিয়েছেন তিনি।