আর্কাইভ থেকে এশিয়া

জেদ্দায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

জেদ্দায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বাংলাদেশ ইন্টারন্যাশাল স্কুল এন্ড কলেজের বাংলা এবং ইংরেজি মাধ্যম। 

গেলো সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে উভয় স্কুল প্রাঙ্গণে, জাতীয় সংগীতের সুর মূর্চ্ছণায় পতাকা উত্তোলন এবং তা অর্ধনমিত করা হয়।

এসময় অস্থায়ীভাবে স্থাপিত শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন জেদ্দা কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হকসহ উভয় স্কুলের পরিচালনা পরিষদ,ভাইস চেয়ারম্যান, সদস্য, শিক্ষক শিক্ষীকা, ছাত্রছাত্রী এবং অবিভাবকরা।  

অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক। শহীদ মুক্তিযোদ্বাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়াসহ স্কুলের ছাত্র ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি যৌথ ভাবে পরিচালনা করেন তাশফিয়া আজাদসহ শিক্ষিকা ফৌজিয়া আক্তার এবং সারা মোহাম্মদ।

অনন্যা চৈতী

এ সম্পর্কিত আরও পড়ুন