আর্কাইভ থেকে বাংলাদেশ

বুস্টার ডোজে যে টিকা নিলেন খালেদা জিয়া

করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ নিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি এ টিকা গ্রহণ করেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, বেগম খালেদা জিয়াকে বুস্টা ডোজ হিসেবে ফাইজারের টিকা দেয়া হয়েছে।

আগের মতো দলীয় নেতাকর্মী পরিবেষ্টিত থাকায় খালেদা জিয়াকে গাড়িতে রেখে টিকা দেয়া হয়েছে।

এর আগে বিকেল ৪টা ১৩ মিনিটে বুস্টার ডোজ টিকা নিতে গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের পথে রওনা হন খালেদা জিয়া। খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে আসেন তার ভাইয়ের স্ত্রী কানিজ ফাতিমা, গৃহকর্মী ফাতেমা বেগম।

গেলো ১৮ আগস্ট করোনাভাইরাসের মডার্নার দ্বিতীয় ডোজ নেন সাবেক এই প্রধানমন্ত্রী। ১৯ জুলাই নিয়েছিলেন প্রথম ডোজ। খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছিলেন চলতি বছরের ১১ এপ্রিল।

৭৬ বছর বয়সী খালেদা জিয়া বর্তমানে গুলশানে নিজের বাসভবন ফিরোজায় আছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন