আর্কাইভ থেকে ক্রিকেট

নিউজিল্যান্ড শিবিরে মুস্তাফিজুরের আঘাত

বৃষ্টি থামার পর ব্যাটিংয়ে নেমে বিপদে পড়েছে নিউজিল্যান্ড। টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের কাছে ৩ উইকেট হারিয়েছে তারা। শুরুতে ফিন অ্যালেন আউট হওয়ার পর কাটার মাস্টারের বলে ক্যাচ দিয়ে ফিরে যান চাদ বোয়েসও।

বৃষ্টির আগে ৪.৩ ওভারে ৯ রান তুলেছিল নিউজিল্যান্ড। ৩ রান নিয়ে উইল ইয়ং ও ৫ রান নিয়ে ফিন অ্যালেন ক্রিজে ছিলেন। বৃষ্টি থামার পর আবার ব্যাটিংয়ে স্কোর বোর্ডে ৫ রান যোগ করার পর বিদায় নেন ফিন অ্যালেন। মুস্তাফিজুর রহমানের আউটসুইঙ্গারে অ্যালেন ক্যাচ দেন নুরুল হাসান সোহানের হাতে। ২০ বলে কিউই ব্যাটার করেন ৯ রান।

এরপর নাসুম আহমেদ ও ফিজের বলে একের পর এক ডট দিতে থাকে নিউজিল্যান্ড। ডট দেয়ার পাশাপাশি আরও একটি উইকেটও তুলে নেন ফিজ। আগের মতো বোয়েসকেও সোহানের ক্যাচে পরিণত করেন তিনি। ৩ বল খেলে বোয়েস করেন ১ রান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেটে ১১৮ রান নিয়ে ব্যাট করছে নিউজিল্যান্ড। বৃষ্টি বাগড়া দেয়ায় এ ম্যাচটি হবে ৪২ ওভারে। ৯ ওভার শেষে ধরা হয়েছে প্রথম পাওয়ার-প্লে। দুজন বোলার সর্বোচ্চ ৯ ওভার করে বল করতে পারবেন। তিনজন বোলার করতে পারবে ৮ ওভার করে।

এএম/

 

এ সম্পর্কিত আরও পড়ুন