টানা ৩ ম্যাচ খেলে হিলালের জার্সিতে গোলোহীন নেইমার
টানা ৩ ম্যাচ খেলেও হিলালের জার্সিতে গোলের দেখা পেলেন না নেইমার জুনিয়র। সেই সাথে টানা দুই ম্যাচে জয়হীন তাঁর দল আল হিলাল। এএফসি চ্যাম্পিয়ন লিগে নাভনাহোর সাথে ড্র করার পর সৌদি প্রো লিগের ম্যাচে দামাকের বিপক্ষেও থাকতো হলো জয়হীন। খেলার শুরুতেই আল হিলাল এগিয়ে গেলেও ১-১ সমতায় শেষ হয়েছে খেলা।
বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৯ মিনিটেই এগিয়ে যায় আল হিলাল। বাঁ প্রান্ত দিয়ে অসাধারণ এক দৌড়ে দামাকের রক্ষণ এলোমেলো করে দিয়ে ডি-বক্সের মধ্যে বল ফেলেন সালেম আল দাওসারি। বক্সের মধ্যে সেই বল পেয়ে জালে পাঠিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যালকম।
দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ করে গেলেও আচমকা হজম করে বসে গোল। ৬৮ মিনিটে অসাধারণ এক ফ্রি–কিকে ইয়াসিন বুনোকে বোকা বানিয়ে দামাককে সমতায় ফেরান রোমনিয়ান ফুটবলার নিকোলা স্তানচিউ।