নাসিমের জায়গায় হাসানকে নিয়ে পাকিস্তানের বিশ্বকাপ দল
এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচে কাঁধে চোট পাওয়া নাসিম শাহকে ছাড়াই বিশ্বকাপ খেলতে যাচ্ছে পাকিস্তান। তাঁর জায়গায় ডাকা হয়েছে হাসান আলীকে।
এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন ফাহিম আশরাফও। ডানহাতি এ পেস বোলিং অলরাউন্ডারের জায়গায় বিশ্বকাপ দলে ঢুকেছেন লেগ স্পিনার উসামা মীর।
বাঁহাতি ব্যাটসম্যান মোহাম্মদ হারিসকে রাখা হয়েছে রিজার্ভ দলে। সঙ্গে আছেন লেগ স্পিনার আবরার আহমেদ ও ডানহাতি পেসার জামান খান।
পাকিস্তান বিশ্বকাপ স্কোয়াড:
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, হারিস রউফ, হাসান আলী, শাহিন আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম।
রিজার্ভ: মোহাম্মদ হারিস, আবরার আহমেদ ও জামান খান।