নতুন লুকের মেসিকে দেখে চুমু দিয়ে বসলেন সাংবাদিক
টরোন্টো বিপক্ষে ম্যাচের আগে চুল ও দাড়িতে পরিবর্তন এনেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ম্যাচের আগে নিজের ১০ মিলিয়ন ডলারের বাড়িতে আর্জেন্টাইন সাংবাদিক মিগুই গ্রানাদোসকে এক সাক্ষাৎকার দিয়েছেন তিনি।
ওই সাক্ষাৎকার নেওয়ার সময় মেসিকে চুমু দিয়ে বসেন আর্জেন্টাইন ওই সাংবাদিক।
মিগুই গ্রানাদোস ওই ছবি আবার টুইট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আমরা কি আলাপ শুরু করতে পারি, বেবি?’
মিগুই আর্জেন্টাইন কমেডিয়ান হিসেবে বেশি পরিচিত। ডার্ক হিউমার প্রোগ্রাম করেন তিনি। কাজ করেন ইএসপিএন নেটওয়ার্ক ও স্ট্রিমিং প্লাটফর্ম ওলগায়।