আর্কাইভ থেকে জাতীয়

অক্টোবরে ইসির সাবেকদের নিয়ে বসবে হাবিবুল আউয়াল কমিশন

অক্টোবরের প্রথম সপ্তাহে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কাজী হাবিবুল আউয়াল কমিশনের কর্মশালা হবে। ৪ অক্টোবর এই কর্মশালা হতে পারে বলে ইসি সূত্রে জানা গেছে।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘দীর্ঘ সময় ধরে দেশের নির্বাচন ব্যবস্থায় অনিয়ম ও কারচুপির বিভিন্ন মহলের অভিযোগসহ কালোটাকা ও পেশি শক্তির কারণে অবাধ ভোটাধিকার হরণ বা ব্যাহত হয় বলে অনেকের ধারণা। এটা কখনো প্রত্যাশিত হতে পারে না। এমন বিরূপ বাস্তবতাকে প্রতিহত করতে প্রার্থী তার স্বার্থে ভোটকেন্দ্রের প্রতিটি বুথের জন্য একজন করে দক্ষ ও বিশ্বস্ত পোলিং এজেন্ট নিয়োগ করে থাকেন।’

মো. আহসান হাবিব খান বলেন, ‘অবাধ ভোটাধিকার প্রয়োগ জনগণের সাংবিধানিক ও সংবিধিবদ্ধ মৌলিক মানবাধিকার।’

এ সম্পর্কিত আরও পড়ুন