আর্কাইভ থেকে বাংলাদেশ

রাশিয়ার হামলায়; ইউক্রেন ছেড়ে যাচ্ছে বাংলাদেশিরা

রুশ সীমান্ত থেকে মাত্র ৪০ মাইল দূরে ইউক্রেনে দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের চিকিৎসক ড খালেদা নাসরিন যখন ফোন ধরলেন তখন তিনি ট্রেনের ভেতর ছেলে শাহরিয়ার আসফাকের সাথে ।

গতকাল গভীর রাতে দুই ছেলেকে নিয়ে খারকিভ থেকে রওয়ানা হয়েছেন এক হাজার মাইল দূরে পশ্চিম ইউক্রেনের শহর লাভিভে। (বিবিসি)

লাভিভে তিনি যাচ্ছেন কারণ শহরটি পোল্যান্ড সীমান্তের কাছে। ফলে, বেশি বিপদ দেখলে পোল্যান্ডে ঢুকে যেতে পারবেন। তার ব্যবসায়ী স্বামী আপাতত খারকিভেই রয়ে গেছেন।

বৃহস্পতিবার যখন তার সাথে যখন বিবিসি বাংলার শাকিল আনোয়ারের কথা হচ্ছিল তখন তার ট্রেন সবে রাজধানী কিয়েভের ট্রেন স্টেশনের ভেতর ঢুকছে।

 

এসআই

এ সম্পর্কিত আরও পড়ুন