প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নতুন উপসচিব
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) আক্তারুন্নাহার।
রোববার (২৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-২ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশে মন্ত্রণালয়ের উপসচিব মেহেদী হাসান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্ণিত কর্মকর্তাকে তাঁর নামের পাশে উল্লেখিত পদে বদলিপূর্বক নিয়োগ করা হলো। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এদিকে, রোববার উপসচিব মেহেদী হাসান স্বাক্ষরিত আরেকটি প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব সাবভীনা মনীর চিঠিকে ভূমি মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলিপূর্বক নিয়োগ দেয়া হয়েছে।