গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক ইলেট্রিশিয়ান মারা গেছেন।
নিহত ওই ব্যাক্তির নাম- রাসেল মিয়া (৩৫)। তিনি ফুলবাড়ী ইউনিয়নের ছোটসোহাগী গ্রামের আব্দুল মাজেদের পুত্র বলে জানা গেছে।
আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বোয়ালিয়া ছোটসোহাগী এলাকায় এই ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গোবিন্দঘঞ্জ থানার পুলিশ ও স্থানীয়রা জানান, রাসেল একজন পেশাদার বিদ্যুৎ মিস্ত্রি। আজ সকাল ৯টার দিকে তিনি বোয়ালিয়া এলাকার আলতাফ হোসেন নামের এক ব্যক্তির বাড়ীর বিদ্যুৎ লাইনের বিভ্রাট সারানোর জন্য ৪৪০ লাইনের খুঁটিতে ওঠেন। এ সময় সেখানে ঝুলে পড়া একটি তার ধরে টানাটানি করার সময় বিদ্যুতায়িত হয়ে খুঁটিতেই আটকা পড়েন । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।