আর্কাইভ থেকে ক্রিকেট

‘বাবা হওয়ার পর ভাগ্য বদলে গেছে’

ক্যারিয়ারের শুরুটা খুব ভালো যায়নি নাজমুল হোসেন শান্তর। তবে ধীরে ধীরে নিজের খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন, ধারাবাহিক ভাবে পারফর্ম করেছেন। কদিন আগে নিজের ২৫তম জন্মদিনে প্রথমবারের মতো বাবা হয়েছেন শান্ত। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগের পাচ্ছেন।

আন্তর্জাতিক ক্যারিয়ারের সেরা সময়টাই পার করছেন শান্ত। অধিনায়ক হিসেবে আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) প্রথমবারের মতো সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন তিনি। সেখানে নিজের প্রথম সন্তানকেই ভাগ্য বদলের কারণ বললেন শান্ত।

বাবা হবার পর এশিয়া কাপে দুটি ইনিংস খেলেছেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে তিনি এশিয়া কাপের প্রথম ম্যাচে খেলেছেন ৮৯ রানের ইনিংস। পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে করেছেন ১০৪ রান। সেই ম্যাচেই চোটের কারণে ছিটকে পড়েন তিনি। নিউজিল্যান্ড সিরিজ দিয়ে যখন আবার খেলায় ফিরছেন, তখন শান্ত বাংলাদেশ দলের অধিনায়ক।

সংবাদ সম্মেলনে এ ঘটনাপ্রবাহ মনে করিয়ে দিতেই শান্ত হাসতে হাসতে বললেন, ‘আমার কাছে তো তাই মনে হচ্ছে (ছেলেই ভাগ্য বদলে দিয়েছে)। বিশেষ করে গত এক বছর, সবাই আমাকে বলেও, বিশেষ করে আমার পরিবারের সদস্যরা। আমার নিজের কাছেও মনে হয়। সে খুব ভাগ্যবান মনে হয়। অন্তত আমার জন্য।’

ভালো ছন্দে থাকা ক্রিকেটারদের জন্য সেটা ধরে রাখা একটা চ্যালেঞ্জ। নাজমুলও তা জানেন, ‘আলহামদুলিল্লাহ। বেশ উপভোগ করছি। বাবা হওয়ার পর বা আগে থেকে গত এক বছর খুব ভালো যাচ্ছে। এখন চেষ্টা থাকবে এই জিনিসটা ধরে রাখা।’

 

এ সম্পর্কিত আরও পড়ুন