আর্কাইভ থেকে বাংলাদেশ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: এ্যারোফ্লটের সঙ্গে চুক্তি বাতিল করলো ম্যান ইউ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখন বিশ্বের সবচেয়ে আলোচিত নাম। এই যুদ্ধের সঙ্গে সংযুক্তি ঘটেছে আন্তর্জাতিক ফুটবলের। ইতিমধ্যে রাশিয়া থেকে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল সরিয়ে নেওয়া হয়েছে। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ আয়োজনেও দেখা দিয়েছে শঙ্কা। 

বন্ধ আছে ইউক্রেনের প্রিমিয়ার লিগও। তার ধারাবাহিকতায় রাশিয়ান এয়ারলাইনস 'এ্যারোফ্লটের' সঙ্গে চুক্তি বাতিল করলো ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ম্যানইউ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বল হয়েছে, 'ইউক্রেনের ঘটনার আলোকে, আমরা এ্যারোফ্লটের সঙ্গে স্পন্সরশিপ বাতিল করেছি। আমরা বিশ্বজুড়ে আমাদের অনুরাগীদের উদ্বেগ ভাগাভাগি করি এবং ক্ষতিগ্রস্তদের প্রতি আমাদের সহানুভূতি জানাই। '

২০১৩ সাল থেকে রাশিয়ান এই এয়ারলাইনসের সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের সম্পর্ক। ২০১৭ সালে এ্যারোফ্লটের সঙ্গে চুক্তি বৃদ্ধি করে ক্লাবের গ্লোবাল পার্টনার বানানো হয়। এ্যারোফ্লটের সঙ্গে প্রায় ৪০ মিলিয়ন ইউরো চুক্তি ছিল ইংলিশ ক্লাবটির।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন