আর্কাইভ থেকে বাংলাদেশ

ঢাকা বার নির্বাচনে আ. লীগপন্থিদের জয়জয়কার

ঢাকা আইনজীবী সমিতির ২০২২-২৩ কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে। ২৩টি পদের বিপরীতে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৭টি পদে জয় পেয়েছে সাদা প্যানেল। 

আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল থেকে মাহবুবুর রহমান সভাপতি ও মো. ফিরোজুর রহমান মন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 
আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আবু এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি নিয়ে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে সাদা প্যানেলে নিয়ে নির্বাচন করে। অন্যদিকে বিএনপি-জামাতের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল নির্বাচন করে।

নির্বাচিত সাদা প্যানেলের অন্যান্য পদের নির্বাচিত প্রার্থীরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে মো. দেলোয়ার হোসেন পাটোয়ারী, সহ-সভাপতি পদে এ কে এম শফিকুল ইসলাম, ট্রেজারার পদে মোহাম্মদ নূর হোসেন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মো. ইমানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবু সাঈদ সিদ্দিকী, সাংস্কৃতিক সম্পাদক পদে তাসলিমা ইয়াসমিন, অফিস সম্পাদক পদে মুহাম্মদ আরকান মিয়া ও ক্রীড়া সম্পাদক পদে মো. মনিরুজ্জামান খান। এছাড়া সদস্য পদের প্রার্থী আবু সুফিয়ান, ইমতিয়াজ মাহমুদ, গোলাম ইমাম হোসেন, মো. রাকিবুল ইসলাম, মো. আবুল বাশার, মো. সামিউল ইসলাম প্রিন্স ও মো. জাহাঙ্গীর আলম নির্বাচিত হয়েছেন।

অপরদিকে,  নীল প্যানেলে লাইব্রেরি সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক পদে মোশারফ হোসেন মোল্লা, সদস্য পদে ফয়সাল কবির, মো. মশিউর রহমান, ফরিদুল হাসান ও মো. মোজাহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

গেলো বুধবার (২৩ ফেব্রুয়ারি) ও বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল জয়লাভ করেছে ৬টি পদে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ভোট গণনা শুরু হয়। গণনা চলে শনিবার সকাল পর্যন্ত। পরে ফল ঘোষণা করা হয়।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন