দুপুরে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর শুরু হতে বাকি মাত্র ৯ দিন। এখন পর্যন্ত স্কোয়াড ঘোষণা করেনি বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দু’দলেই ইনজুরির সমস্যা। তাই দল ঘোষণা করতে এতটা দেরি। তবে জানা গেছে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ঘোষণা করা হবে টাইগারদের ওয়ানডে দল।
বিশ্বকাপ একাদশ কেমন হবে এ নিয়ে গতকাল সোমবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে বিসিবি বস নাজমুল হাসান পাপনের বাসায় রুদ্ধদ্বার বৈঠক করেছেন অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ হাথুরুসিংহে।
এদিকে বিশ্বকাপ স্কোয়াডের আগে বাংলাদেশ দলে যোগ হয়েছে জটিলতা। এর কারণ বিশ্বকাপ খেলতে ওপেনার তামিম ইকবাল জানিয়েছেন নিজের নতুন এক সিদ্ধান্তের কথা। জানা গেছে টাইগার এই ওপেনার নির্বাচকদের বলেছেন, নিজের ফিটনেস ইস্যুর কারণে বিশ্বকাপে ৯ ম্যাচের ৫ ম্যাচে খেলতে চান তিনি। তামিমের এমন সিদ্ধান্ত জানানোর পর সোমবার রাতেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় আসেন সাকিব আল হাসান। রাত ১১টা ৫০ মিনিটে পাপনের বাসভবন গুলশানে ঢুকতে দেখা যায় সাকিবের কালো কাচে ঘেরা গাড়ি। এ সময় পরনে হলুদ টি-শার্টে দেখা যায় বাংলাদেশ অধিনায়ককে।
পরক্ষণেই সেই বাসভবনে যুক্ত হন চন্ডিকা হাথুরুসিংহে। যদিও বোর্ড সভাপতির বাসায় কোচ অধিনায়কের এমন মিটিংয়ের কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। মিটিং শেষে রাত সাড়ে বারোটা নাগাদ বিসিবি সভাপতির বাসা থেকে বেরিয়ে যান কোচ এবং অধিনায়ক।
তবে টাইগারদের বিশ্বকাপ দলে যে বেশকিছু পরিবর্তন আসতে যাচ্ছে তা এক প্রকার নিশ্চিত বলা যায়। বিশ্বকাপ দল নিয়ে যে যার মতো করে ভাবছেন। চলছে নানা ব্যাখ্যা ও বিশ্লেষণ। কেউ কেউ ধরেই নিয়েছেন দল বুঝি চূড়ান্ত। এখন শুধু ঘোষণাটাই বাকি।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে বৃষ্টিতে ধুয়েমুছে যাওয়ার পর দ্বিতীয় খেলায় তামিম ইকবাল আর মাহমুদউল্লাহ রিয়াদ রান করেছেন। তরুণ শামিম পাটোয়ারী, আফিফ হোসেনরা তার আগে এশিয়া কাপে রান পাননি, নাইম শেখের অবস্থাও খারাপ।
সেখানে অভিজ্ঞ মাহমুদউল্লাহ অনেকদিন পর খেলতে নেমে মোটামুটি আস্থা ও আত্মবিশ্বাস দেখিয়েছেন। রানও করেছেন (৭৬ বলে ৪৯)। কাজেই তার দলে থাকা বোধ হয় অনেকটাই নিশ্চিত। একইভাবে আবারও ব্যর্থ হওয়ায় (০) বিশ্বকাপর খেলার সম্ভাবনার মৃত্যু ঘটেছে সৌম্য সরকারের।
ধরেই নেয়া হয়েছে যে, অভিজ্ঞ মাহমুদউল্লাহ দলে আছেন। তাকে ধরেই টিম বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ স্কোয়াড সাজানোর চিন্তাভাবনা চূড়ান্ত।
রিয়াদ একা নন। ওপেনার তানজিদ তামিম, পেসার তানজিম সাকিব, অফস্পিনিং অলরাউন্ডার শেখ মাহদি আর পেসার খালেদকে নিয়েও অনেক কথা হচ্ছে। ভাবা হচ্ছে তারাও আছেন বিশেষ বিবেচনায়। ভেতরের খবর, মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাপারে নির্বাচকদের মত পাল্টেছে। মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশার সুমন, আব্দুর রাজ্জাক মোটামুটি সন্তুষ্ট। এখন কোচ হাথুরু কী বলেন, তার ওপর নির্ভর করছে অনেক কিছু।
বাংলাদেশের সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াড সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, শেখ মাহদি, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ/তানজিম হাসান সাকিব।