খুলনায় বিএনপির রোডমার্চ চলছে
সরকারের পদত্যাগের দাবিতে খুলনায় এবার রোডমার্চ শুরু করেছে বিএনপি। এতে দলটির শত শত নেতাকর্মী অংশ নিয়েছেন।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ঝিনাইদহ জেলা বাস টার্মিনালে সমাবেশ শেষে শুরু হয়েছে রোডমার্চ।
ওলামা দল ঝিনাইদহ জেলা সভাপতি মাওলানা আল মাহাদী কোরআন তেলওয়াতের মধ্যে দিয়ে সমাবেশ শুরু হয়। পরে রোডমার্চ শুরু হয়েছে। পুরো পথে মাগুরায় দুটি, যশোর তিনটি ও খুলনা প্রবেশপথে একটি পথসভা করবে প্রায় দেড় দশক ধরে ক্ষমতার বাইরে থাকা দলটি।
রোডমার্চ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস।
এছাড়া স্থায়ী কমিটি সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য সৈয়দ মেহেদী হাসান রুমী, বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপি স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিএনপি মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডও আজকের কর্মসূচিতে অংশ নিয়েছেন।
লংমার্চ পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। সঞ্চালনা করেন ঝিনাইদহ জেলা বিএনপি সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা। রোডমার্চ শেষে সমাবেশ হবে খুলনার শিব বাড়ি মোড় জিয়া হল চত্বরে।