বাড়িতে হামলা-লুটপাট, নিঃস্ব রিকশাচালকের পরিবার
পাবনা সদর উপজেলার বলরামপুরে বোন-জামাইয়ের সঙ্গে প্রতিবেশির বিরোধের বলি হয়েছেন এক রিকশাচালক। দুর্বৃত্তদের হামলা, মারধর, ভাংচুর ও লুটপাটে নিঃস্ব হয়ে অন্যের বাড়িতে মানবেতর জীবনযাপন করছেন ভুক্তভোগী পরিবার। এঘটনায় মামলা হলেও অনৈতিক সুবিধা নিয়ে দুর্বলভাবে চার্জশটি দেয়ার অভিযোগ তুলেছেন তারা। এছাড়াও অভিযুক্তদের হুমকি-ধামকিতে বাড়িতেও উঠতে পারছেন না তারা।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ঘটনার দ্রুত বিচারের দাবিতে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রুমা খাতুন বলেন, ব্যক্তিগত দ্বন্দ্ব নিয়ে বোনজামাই মো. রিপন হোসেনের সঙ্গে প্রভাবশালী আলাই সরদারের লোকজনদের সঙ্গে বিরোধ চলছে। সেই বিরোধকে কেন্দ্র করে রিপনের বাড়ি দূরে হওয়ায় গেলো ১১ জানুয়ারি আমাদের বাড়িতে হামলা চালায় আলাই সরদারের লোকজন। আমাদের মারধর করে লুট করা হয় নগদ টাকা, ৪টি ছাগল, ঘরের আসবাবপত্র, টিউবয়েল, কাপড়-চোপর, সরকারের দেয়া স্লিপের চালসহ খাদ্যপণ্য।
প্রথমে মামলা না নিলেও গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে ঘটনার একমাস পরে মামলা গ্রহণ করে পুলিশ। ধারা দুর্বল করে সম্প্রতি সেই মামলার চার্জশিট দেয়া হয়েছে আসামিদের পক্ষে। অনেকের নাম বাদ দেয়া হয়েছে। আসামিরা অত্যন্ত প্রভাবশালী ও মাদক ব্যবসায়ী। তারা মাদকসহ র্যাবের কাছে একবার আটকও হয়েছিল। ঘটনার পর থেকে আসামিরা আমাদের হুমকি-ধামকি দিয়ে আসছে। তারা এতোটাই প্রভাবশালী যে স্থানীয় মেম্বার-চেয়ারম্যানের কাছে গিয়েও বিচার পাইনি। এখনো আমাদের নিজের বাড়িতে ওঠতে পারেনি। ৪টি শিশু সন্তান নিয়ে অন্যের বাড়িতে মানবেতর জীবনযাপন করছি।