চতুর্থ বাংলাদেশি হিসেবে যে রেকর্ড গড়লেন রিয়াদ
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে খেলতে নেমেছে বাংলাদেশ দল। এই ম্যাচে খেলতে নেমে তামিম, মুশফিক, সাকিবের পর চতুর্থ বাংলাদেশি হিসেবে ওয়ানডে ক্যারিয়ারে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মাহমুদউল্লাহ রিয়াদ।
তবে মাইলফলক ছুঁয়ে ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। মিলনের ভেতরের দিকে ঢোকা বলে ডিফেন্ড করতে গিয়ে আউটসাইড-এজড হয়ে ২৭ বলে ২১ রান ফিরে যান এই অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটার।
ওয়ানডেতে ৫ হাজার রান করতে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে কম ইনিংস লেগেছে তামিম ইকবালের। ১৫৮ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেছিলেন তিনি। টাইগার অলরাউন্ডার সাকিবের লেগেছিল ১৬৮ ইনিংস আর মুশফিকের ১৭৬ ইনিংস। মাহমুদউল্লাহ ১৯২ ইনিংস খেলে পাঁচ হাজারি ক্লাবে ঢুকেছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৩৭ রান।
এর আগে মঙ্গলবার মিরুপুর শেরে বাংলায় টস জিতে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩১ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ১৬৮ রান। ৮২ বলে ৭৬ রানে নাসুম আহমদেকে সাথে নিয়ে ক্রিজে অপরাজিত আছেন নাজমুল হোসেন শান্ত।