আর্কাইভ থেকে বাংলাদেশ

তেলের ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলা, কিয়েভে বিশেষ সতর্কতা

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ৪৬ কিলোমিটার দক্ষিণে ভাসিলকিভের একটি তেলের ডিপোতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। বিস্ফোরণে রাজধানীজুড়ে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ছে। এতে কিয়েভবাসীকে বিশেষ সতর্কতা দিয়েছে ইউক্রেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, তেলের ডিপোটি থেকে বিশালাকার আগুনের ফুলকি উড়তে দেখা গেছে।
বিবিসি ও সিএনএনের খবরে বলা হয়েছে, কর্তৃপক্ষ রাজধানীবাসীকে বিষাক্ত ধোঁয়ার ব্যাপারে সতর্ক থাকতে বলেছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শহরটির মেয়র নাটালিয়া বালাসিনোভিচ এবং ইউক্রেন সরকারের উপদেষ্টা অ্যান্টন জেরাশেঙ্কো উভয়েই তেলের ডিপোতে হামলার খবর নিশ্চিত করেছেন। তাই কিয়েভের বাসিন্দাদের দরজা-জানালা বন্ধ করে রাখতে বলেছে স্থানীয় প্রশাসন।

রয়টার্স সূত্র মতে, রাশিয়ার হামলা শুরুর পর ইউক্রেইনের এ রাজধানীর অনেক বাসিন্দাই বেজমেন্ট বা মাটির নিচের ঘরে আশ্রয় নিয়েছেন।

অনলাইনে পোস্ট হওয়া ভিডিওতে তেলের ডিপো বলে মনে হওয়া কোনো জায়গা থেকে ব্যাপক পরিমাণ ধোঁয়া ওপরের দিকে উঠতে দেখা যাচ্ছে।

রোববার দিবাগত রাতে কিয়েভে খুব বেশি বিস্ফোরণের শব্দ শোনা যায়নি। তবে পশ্চিম কিয়েভে দুই পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে সিএনএন। রাশিয়া ইউক্রেইনে হামলা শুরুর পর এতো কমবয়সী আর কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন