আর্কাইভ থেকে আইন-বিচার

অস্ত্র-গোলাবারুদ চোরাকারবারি করতো মুসা : খন্দকার আল মঈন

সীমান্ত হয়ে বিভিন্ন কৌশলে মুসার নেতৃত্বে সন্ত্রাসীরা পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র গোলাবারুদ চোরাকারবারি করতো বলে জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

বুধবার (২৭ সেপ্টেম্বর) কক্সবাজারস্থ র‍্যাবের কার্যালয়ে অভিযান সংক্রান্ত বিষয়ে এক সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।

খন্দকার আল মঈন বলেন, এই অঞ্চলে যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত তাদেরকে তারা চাঁদার বিনিময়ে সহযোগিতা করে আসছিল। এইসব মাদক তারা অর্থের বিনিময়ে সংরক্ষণ করতো।

এর আগে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরসা’র দুই কমান্ডারসহ চারজনকে গ্রেপ্তার করে র‍্যাব-১৫। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে টেকনাফের হোয়াইক্যং এলাকার পাহাড়ে ওই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র‍্যাব ১৫ এর আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী।

র‍্যাব জানিয়েছে, টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকা অভিযান চালিয়ে আরসার শীর্ষ সন্ত্রাসী ও গান কমান্ডার রহিমুল্লাহ প্রকাশ মুছা, আরসার আরেক সন্ত্রাসী ও তাদের সহযোগী দুই বাংলাদেশিসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আস্তানা থেকে প্রায় ৪৪ কেজি বিস্ফোরক সদৃশ বস্তু, দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন