আর্কাইভ থেকে এশিয়া

ইসরায়েলি প্রধানমন্ত্রীর বাসভবন থেকে নিরাপত্তা সরঞ্জাম চুরি

নিরাপত্তা সরঞ্জামের ব্যাগ চুরি করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবনের সামনের নিরাপত্তা কক্ষে প্রবেশ করেছিলেন এক যুবক। ইসরায়েলি মিডিয়ার বরাতে এ তথ্য দিয়েছে মিডল ইস্ট মনিটর। পরে ওই যুবককে আটক করা হয় এবং তার বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হয়।

সোমবার পুলিশ ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলেও জেরুজালেমের ম্যাজিস্ট্রেট আদালত তাকে শর্তসাপেক্ষে মুক্তি দেয়।

ইয়েদিওথ আহরোনোথ পত্রিকা জানিয়েছে, ২৯ বছর বয়সী এক ব্যক্তি ইয়োম কিপপুরের শুরুতে অধিকৃত জেরুজালেমে নেতানিয়াহুর বাসভবনের বাইরে একটি নিরাপত্তা কক্ষে প্রবেশ করে এবং `নিরাপত্তা সরঞ্জাম` সম্বলিত একটি ব্যাগ চুরি করেন।

ইসরায়েলি সংবাদপত্র উল্লেখ করেছে যে ২০১৫ সাল থেকে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে নথিপত্র ফাঁস হওয়া নিয়ে সমালোচনা চলছে, উল্লেখ করে যে শিন বেটের প্রাক্তন প্রধান ইউভাল ডিস্কিন নেতানিয়াহু পরিবারের সমালোচনা করেছিলেন কারণ তাদের পক্ষ থেকে আপলোড করা একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছে সদর দপ্তর।

প্রধানমন্ত্রীর বাসভবনে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা এটাই প্রথম নয়। দুই মাস আগে, একটি গুরুতর নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা সামনে আসে। যা জেরুজালেমজুড়ে এক হাজারের বেশি সিটিটিভি ক্যামেরার সার্কিটের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।

 

এ সম্পর্কিত আরও পড়ুন