আর্কাইভ থেকে বাংলাদেশ

হোয়াটওয়াশ নয় দশ পয়েন্টই বেশি জরুরি : মিরাজ

বাংলাদেশের নামের শেষে ১০০! শ্রদ্ধা-ভালোবাসায় মাথা নত হয়ে যাওয়ার-ই কথা। যারা তামিম-মুশফিক-মাহমুদউল্লাহদের আন্তর্জাতিক অঙ্গনে খেলা নিয়ে নানা সমালোচনা করতো, বিশ্বক্রিকেটের টাইগারদের পথচলায় বাঁধা দেওয়ার চেষ্টা করতো এখন তাদেরকে সরিয়ে আইসিসি সুপার কাপের শীর্ষে লাল-সবুজের পতাকা। 

ঘরের মাঠে আফগান বধের গল্প এবার নতুন করে লেখার অপেক্ষায়। প্রাথমিকভাবে সিরিজ জয় নিশ্চিত। এবার নতুন টার্গেট। সাথে নতুন সমীকরণ। সিরিজ জয় নিশ্চিত হওয়ার পর দল একটু হলেও নির্ভার হয়ে যায়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এবার তেমনটা মনে হয় না। কারণ গেলো শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দ্বিতীয় ম্যাচ জেতার পর গতকাল শনিবারও (২৬ ফেব্রুয়ারি) ছুটির দিন অনুশীলনে নামে স্বাগতিকরা। তাই কিনা আজ রোববার (২৭ ফেব্রুয়ারি) নির্ভার আছে কিনা দল, এমন প্রশ্ন শুনে মেহেদী হাসান মিরাজ প্রবল আপত্তি করলেন। পূর্ণ ৩০ পয়েন্টের হাতছানি যেখানে, অভিযান শেষ হওয়ার আগে স্বস্তির শ্বাস নেওয়ার সুযোগ কোথায়!

পয়েন্টের এই হিসাবই বদলে দিয়েছে ওয়ানডে সিরিজগুলোর বরাবরের বাস্তবতা। আগে সিরিজ জয় নিশ্চিত হলে পরের ম্যাচগুলিতে পরীক্ষা-নিরীক্ষার নিতো খোদা বিসিবি’র টিম ম্যানেজম্যান্ট। অভিজ্ঞদের বিশ্রাম ও নতুনদের সুযোগ দেওয়ার ভাবনা করা হতো। হোয়াইটওয়াশ নিয়ে আলোচনাই থাকতো মুখ্য। সেসব দিন এখন অতীত। কারণ এখনতো দিন বদলেছে। বাস্তবতা সাথে চাহিদাটাও বেড়েছে দলের, সমর্থকদের। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে রোববার সেই বাস্তবতাই ফুটে উঠলো মিরাজের কণ্ঠে। আফগানিস্তানের বিপক্ষে এবার পূর্ণতায় সিরিজটি শেষ করতে চায় দল। সাথে সমীকরণের তৃপ্তির ঢেকুর তুলতেও চান তারা। 

মিরাজ জানান, “কঠিন কিছু পরীক্ষা তাই দলের অপেক্ষায়। সিরিজ হেরে আত্মবিশ্বাসে পিছিয়ে থাকা আফগানদের বিপক্ষে আরো ১০ পয়েন্ট প্রাপ্তির সুযোগ তাই হাতছাড়া করতে চায় না দল।” 

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ চালু হওয়ার পর প্রতিটি ম্যাচই পেয়ে গেছে আলাদা গুরুত্ব। একেকটি ম্যাচে জড়িয়ে ১০ পয়েন্ট। প্রতিটি ম্যাচ মানেই বিশ্বকাপের দিকে আরেকধাপ এগিয়ে যাওয়ার রোমাঞ্চ কিংবা আরেকটু পিছিয়ে পড়ার হতাশা। কোনো ম্যাচই তাই এখন আর সার্বিক সমীকরণে মূল্যহীন নয়। “সিরিজ জেতার চেয়ে গুরুত্বপূ্র্ণ হচ্ছে ১০ পয়েন্ট। বিশ্বকাপে কিন্তু শীর্ষ আট দল কোয়ালিফাই হবে। সিরিজ জিতেছি খুব ভালো কথা। আমাদের পরবর্তী টার্গেট আরেকটি ম্যাচ জিতে ১০ পয়েন্ট নিতে পারলে দলের জন্য অনেক ভালো হবে।”-জানালেন মিরাজ। 

গত বছর যদি দেশের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটি থেকে লক্ষ্য পুরোপুরি অর্জন করা যেত, তাহলে বাংলাদেশের পয়েন্ট এখন আরেকটু বেশি থাকতে পারতো। সেই আক্ষেপ এখনো ভুলার মতো নয়। সেবার প্রথম দুই ম্যাচে সিরিজ জয় নিশ্চিত করার পর শেষ ম্যাচে লঙ্কানদের কাছে হেরে যায় তামিমের দল। তবে সেই সিরিজে দল ফিরে তাকাচ্ছে না বলেই দাবি মিরাজের। তবে সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি তারা চান না কোনোভাবেই। 

এক প্রশ্নের উত্তরে হাসি দিয়েই মিরাজ জানান, “এসব আমরা ভাবছি না। ইতিবাচক চিন্তা করছি। কালকের ম্যাচটা আছে। আমরা চেষ্টা করব শতভাগ উজাড় করে খেলার জন্য। আমাদের জন্য ১০ পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ।”

সোমবার (২৭  ফেব্রুয়ারি) তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিকদের মুখোমুখি হবে রশিদ খানবিহীন আফগানরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল ১১টায়। 

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন