তারকারা আজ ব্যাট-বল হাতে মাঠে
বিনোদন অঙ্গনের তারকাদের নিয়ে আজ ২৮ সেপ্টেম্বর মাঠে গড়াচ্ছে ক্রিকেট লিগের আসর ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ (সিসিএল)’। এতদিন ব্যাট-বল হাতে জমিয়ে অনুশীলন করছেন তারকারা। এবার মাঠে নিজেদের সক্ষমতার প্রমাণ দিচ্ছেন তারা।
জি নেক্সট জেনারেশন নামের একটি প্রতিষ্ঠান আয়োজিত এ খেলায় অংশগ্রহণ করছে আটটি দল। প্রতিটি দলে রাখা হয়েছে ১০-১৫ জন খেলোয়াড় । দলগুলোর নেতৃত্বে রাখা হয়েছে আটজন নির্মাতাকে। তারা হলেন গিয়াসউদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী।
জানা গেছে, চয়নিকা চৌধুরীর দলে খেলবেন তমা মির্জা ও পরীমণি। অন্যদিকে মোস্তফা কামাল রাজের দলে শরিফুল রাজ ও মেহজাবীন। এছাড়া নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের দলে খেলবেন শ্যামল মাওলা ও মৌসুমী হামিদ।
অন্যদিকে সালাহউদ্দিন লাভলুর দলে খেলবেন চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশী, বাপ্পী চৌধুরী, নিলয় আলমগীর, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি, নির্মাতা তুহিন হোসেন প্রমুখ। রায়হান রাফীর দলে আফরান নিশো ও সিয়াম আহমেদসহ অনেকে। দীপংকর দীপনের দলে এ বি এম সুমন, সুনেরাহ বিনতে কামাল ও জিয়াউর রোশান। এছাড়া এই খেলায় বিভিন্ন দলের হয়ে অংশ নেয়ার কথা আছে সাইমন সাদিক, জাহারা মিতু, তানজিন তিশার।
এই লিগে বিজয়ী দলকে এক লাখ টাকা মূল্যের পুরস্কার দেয়া হবে। সঙ্গে থাকছে ট্রফি। পুরো আয়োজনটি মূলত জাতীয় দলকে উৎসাহ দেয়া এবং তারকাদের বিনোদনের জন্যই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।