আর্কাইভ থেকে বাংলাদেশ

ভিন্ন ফরম্যাটে টুখেল-ক্লপের লড়াই

কারাবাও কাপের ফাইনাল। তাও দুই ইংলিশ জায়ান্ট চেলসি ও লিভারপুল। ২০২১-২২ মৌসুমের ঘরোয়া টুর্নামেন্টের প্রথম শিরোপার খোঁজে নামবে তারা। চেলসি কোচ থমাস টুখেল এবং ইয়ুর্গেন ক্লপ উভয়েই তাদের নিজ নিজ দলকে ইউরোপ সেরার মুকুট জিতিয়েছেন। তবে কেউই ইংলিশ লিগ কাপ জিততে পারেননি। এবার তা করে দেখানো পালা। 

ইতিহাস বলছে, ২০১৫ সালে এই শিরোপা প্রথম জিতেছিলো পাঁচবারের ইংলিশ প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়ন চেলসি। আর ২০১৮-১৯ মৌসুমে ম্যানচেস্টার সিটির কাছে হেরে রানার্সাপ হয় তারা। রেকর্ড আট বারের চ্যাম্পিয়ন লিভারপুল সর্বশেষ জিতেছিলো ২০১১-১২ মৌসুমে। শেষ চার মৌসুমেই লিগ কাপের শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। চতুর্থ রাউন্ডে ওয়েস্ট হ্যামের কাছে হেরে বিদায় নিয়েছে পেপ গার্দিওলার দল।

চলতি প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে লিভারপুল। তাদের থেকে দশ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে চেলসি। সাম্প্রতিক ফিফা ক্লাব বিশ্বকাপ জিতে বেশ ফুরফুরে মেজাজেই আছে ব্লুরা। ইংল্যান্ডের ওয়েম্বলিতে বাংলাদেশ সময় রাত সাড়ে  ১০টায়  শুরু হবে ম্যাচটি।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন