আর্কাইভ থেকে বাংলাদেশ

ইউক্রেনে অস্ত্র পাঠাতে চায় ইউরোপিয়ান ইউনিয়ন

রাশিয়ার অভিযানের পঞ্চম দিনে ইউক্রেনের রাজধানী কিয়েভ, আশপাশের এলাকায় লড়াই চলছে। এদিকে, ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এমন পরিস্থিতিতে ইউক্রেনের জন্য আগামী ২৪ ঘণ্টা (সোমবার) অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এদিকে, ইউরোপিয়ান ইউনিয়ন ঘোষণা করেছে যে তারা ইউক্রেনে অস্ত্রের চালান পাঠানো শুরু করতে চাইছে। ইইউ তার ইতিহাসে এই প্রথমবারের মত এরকম কোনও পদক্ষেপ নিলো।

ইউরোপিয়ান কমিশন প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লাইন এক সংবাদ সম্মেলনে বলেছেন, এ পদক্ষেপ এক মোড়বদলকারী মুহূর্ত।

তিনি আরও কিছু পদক্ষেপের কথা ঘোষণা করেছেন যার মধ্যে আছে রাশিয়া ও বেলারুসের বিরুদ্ধে নতুন কিছু নিষেধাজ্ঞা ।

এ ছাড়া সকল রুশ বিমানের জন্য ইউরোপের আকাশসীমা ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে।

অপরদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেদেশের পারমাণবিক শক্তিকে বিশেষ সতর্কাবস্থায় রাখার জন্য আদেশ দেবার পর নেটো জোটের প্রধান একে ‘বিপজ্জনক ও দায়িত্বহীন’ বলে বর্ণনা করেছেন।

ইয়েন্স স্টলটেনবার্গ বলেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর এটি পরিস্থিতিকে আরো গুরুতর করে তুলছে।

যুক্তরাষ্ট্র রাশিয়ার বক্তব্যকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করেছে।

জাতিসংঘে মার্কিন দূত লিন্ডা টমাস-গ্রিনফিল্ড সিবিএস নিউজকে বলেন, এর অর্থ হচ্ছে, পুতিন এমনভাবে রুশ-ইউক্রেন যুদ্ধের উত্তেজনা বৃদ্ধি করছেন যা ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’।

এ সম্পর্কিত আরও পড়ুন