আর্কাইভ থেকে বাংলাদেশ

খেলায় রাশিয়ার পতাকা ও সঙ্গীত নিষিদ্ধ করেছে ফিফা

ইউক্রেন আক্রমণকে কেন্দ্র করে খেলায় রাশিয়ার পতাকা ও সঙ্গীত নিষিদ্ধ করেছে ফিফা।

ইউক্রেনের পরিস্থিতির উন্নতি না হলে দেশটিকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হতে পারে বলেও সতর্ক করেছে ফিফা।

ফিফা জানিয়েছে, রাশিয়াকে নিরপেক্ষ ভেন্যুতে পতাকা ও সঙ্গীত ছাড়া ম্যাচ খেলতে হবে।

ফিফা ইউক্রেনে রাশিয়ার আক্রমণে শক্তি প্রয়োগের নিন্দা করে, বলেছে রাশিয়ায় কোনো আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলা হবে না এবং দেশের পতাকা ও সঙ্গীত বিদেশে তাদের যেকোনো ম্যাচ থেকে নিষিদ্ধ করা হবে।

গ্লোবাল গভর্নিং বডি বলেছে যে জাতীয় দল রাশিয়া হিসেবেবে প্রতিযোগিতা করবে না কিন্তু রাশিয়ার ফুটবল ইউনিয়ন (আরএফইউ) হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং যে কোনও 'হোম' গেমগুলি "নিরপেক্ষ অঞ্চল" তে কোনও ভক্ত ছাড়াই অনুষ্ঠিত হবে।

কিন্তু পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান সেজারি কুলেজা ফিফার অবস্থানের সমালোচনা করেছেন এবং রাশিয়াকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের আহ্বান জানিয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন