আর্কাইভ থেকে বাংলাদেশ

ইসি কর্মকর্তাদের সঙ্গে নতুন কমিশনের বৈঠক

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে দায়িত্ব গ্রহণের প্রথমদিনেই বৈঠকে বসেছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার কমিশনার। 

আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় নির্বাচন ভবনের কনফারেন্সে রুমে এ বৈঠক শুরু হয়।

ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার নতুন কমিশনকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন। 

এরপর বক্তব্য রাখেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান।

পরে ইসির কর্মকর্তারা কমিশনের কার্যক্রম বিষয়ে নতুন কমিশনকে অবহিত করেন। এসময় সিইসি সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

এর আগে সকালে নির্বাচন কমিশন ভবনে দায়িত্ব পালন শুরু করেন সদ্য নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও চার নির্বাচন কমিশনার।

উল্লেখ্য, গেলো রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকালে শপথ নেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও অপর চার নির্বাচন কমিশনার। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ আলী আকবর।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন