আর্কাইভ থেকে দেশজুড়ে

হিলিতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

দিনাজপুরের হিলিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে।

রোববার (৭ মার্চ) সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, বীরমুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

এর পরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, পৌরমেয়র জামিল হোসেন, ওসি ফেরদৌস ওয়াহিদসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এতে বক্তারা ঐতিহাসিক ৭ই মার্চের সেই ভাষনের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। আলোচনা শেষে স্থানীয় শিল্পিদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

এছাড়া পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন স্কুল কলেজে ৭ই মার্চের ভাষন ও বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষ ডকুমেন্টরি প্রদর্শন করা হয়।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন