সেলিব্রিটি ক্রিকেট লিগে কেন যাননি- জানালেন পরী
রাজধানীর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সেলিব্রিটি ক্রিকেট লিগের আয়োজন করা হয়। সেখানে দুই দলের খেলোয়াড়দের মধ্যে মারামারি হয়েছে। এ নিয়ে এখন আলোচনা-সমালোচনার ঝড় বইছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে খেলা চলাকালীন হাতাহাতিতে জড়িয়ে পড়েন নির্মাতা দীপঙ্কর দীপন ও পরিচালক মোস্তফা কামাল রাজের দলের খেলোয়াড়রা।
খেলা চলাকালীন মাঠের বাইরে থাকা দুই দলের সতীর্থদের মধ্যে উত্তেজনা ছাড়িয়ে পড়ে, যা মাঠে খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি পরে মারামারিতে রূপ নেয়।
সেই খেলার মাঠে যাননি অভিনেত্রী পরীমণি। কেন তিনি মাঠে যাননি তা জানিয়েছেন নিজের ফেসবুক পেজে।
পরীমণি লিখেন- এই এগ্রেসিভ জানোয়ারটার চেহারা দেখতে হবে বলেই যাই নাই সিসিএল এ! আল্লাহ বাঁচাইছে!
তরে পরী কাকে ‘এগ্রেসিভ জানোয়ার’ বলেছেন তা স্পষ্ট করেননি।
জানা গেছে, ম্যাচ শেষে রাত সাড়ে ১১টার পর আবারও মারামারিতে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়রা। সেখানে নির্মাতা মোস্তফা কামাল রাজ ও অভিনেতা শরীফুল রাজ গায়ে হাত তোলেন বলে অভিযোগ করেছেন নায়িকা রাজ রিপা। কান্নাজড়িত কণ্ঠে এর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন তিনি।