আর্কাইভ থেকে বাংলাদেশ

টি-টোয়েন্টি টিকিট বিক্রি শুরু হবে বুধবার

ওয়ানডে সিরিজ শেষ। ট্রফিটাও বাংলার ঘরে। এবার ভিন্ন ফরম্যাট। নতুন আরেকটি মিশনের প্রস্তুতি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে এবার অপেক্ষা টি-টোয়েন্টি সিরিজের। আগামী ৩ মার্চ (বৃহস্পতিবার) মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথমটি। দ্বিতীয়টি একই মাঠে হবে ৫ মার্চ (শনিার)। খেলা শুরু হবে বিকাল ৩টা। 

সিরিজকে ঘিরে ৫ ধরণের টিকিট ছাড়া হচ্ছে। সর্বনিম্ন  টিকিটের মূল্য ধরা হয়েছে ইস্টার্ন গ্যালারি ১০০ টাকা। এছাড়া নর্থ ও সাউথস্ট্যান্ড ১৫০, ক্লাব হাউজ ৩০০, ভিআইপি স্ট্যান্ড ৫০০ ও গ্র্যান্ডস্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে ১ হাজার টাকা।

চট্টগ্রামের মতো এ সিরিজেও মাঠে বসে খেলা দেখতে পারবে দর্শকরা। তবে ধারণ সংখ্যার কতভাগ দর্শক উপস্থিতি থাকবে তা জানায়নি বিসিবি। ম্যাচের আগের দিন ও ম্যাচের দিনও টিকিট পাওয়া যাবে বলে জানায় বিসিবি। টিকিট বিক্রি করা হবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। বুধবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পাওয়া যাবে টিকিট।

টি-টোয়েন্টি সিরিজ সূচি : 

১ম টি-টোয়েন্টি- ৩ মার্চ (দুপুর ৩টা)
২য় টি-টোয়েন্টি- ৫ মার্চ (দুপুর ৩টা)

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন