আর্কাইভ থেকে জাতীয়

ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের কনস্যুলার বিষয়ক সহকারী মন্ত্রী

ঢাকায় এসে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার বিষয়ক সহকারী মন্ত্রী রেনা বিটার।

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে তিনি ঢাকায় আসেন। রোববার (১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রেনা বিটারের এই সফরে যুক্তরাষ্ট্র অভিমুখে বৈধ ভ্রমণ, অভিবাসন এবং বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সুরক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ‘অবাধ ও সুষ্ঠু করতে সহায়তার অংশ হিসেবে’ যুক্তরাষ্ট্র সরকার গেলো ২২ সেপ্টেম্বর ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগের ঘোষণা দেয়। এ ঘোষণার পর এই প্রথম দেশটির কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশ সফরে এলেন।

রেনা বিটার সরকার ও দূতাবাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি ২৫ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত পাকিস্তানের ইসলামাবাদ, করাচি এবং ঢাকা সফর করবেন বলে জানানো হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন