আর্কাইভ থেকে ক্রিকেট

আবারও মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো

আন্তর্জাতিক এক বিপণন কোম্পানির চেষ্টায় আবারও মুখোমুখি হতে পারে সময়ের দুই সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। আল নাসর এবং ইন্টার মায়ামিকে নিয়ে চীনে একটি প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা করেছে প্রতিষ্ঠানটি।

সৌদি সাংবাদিক আলি আবদুল্লাহর বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। একই খবর নিশ্চিত করেছেন আরেক সৌদি সাংবাদিক আলি আল এনেজিও। মূলত মেসি–রোনালদোকে মুখোমুখি করে সমর্থকদের রোমাঞ্চ উপহার দেওয়ার পাশাপাশি বড় অঙ্কের অর্থ ঘরে তুলতে চায় প্রতিষ্ঠানটি।

বিশ্বকাপের পর গত জানুয়ারিতে সর্বশেষ মুখোমুখি হয়েছিলেন মেসি–রোনালদো। রিয়াদে সেই প্রীতি ম্যাচে মেসির ক্লাব পিএসজির প্রতিপক্ষ ছিল রোনালদোর রিয়াদ অল স্টার। সেই ম্যাচে মেসির দল জিতেছিল ৫–৪ গোলে।

এ সম্পর্কিত আরও পড়ুন