আর্কাইভ থেকে আওয়ামী লীগ

আওয়ামী লীগের নতুন কর্মসূচি ঘোষণা

আওয়ামী লীগ নতুন করে আরও পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে একটি রাজনৈতিক ও চারটি সরকারের উন্নয়ন সংক্রান্ত।

রোববার (১ অক্টোবর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এসব কর্মসূচির কথা তুলে ধরেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ক্ষমতাসীন দলের সম্পাদকমণ্ডলীর সঙ্গে দুই মহানগর, সহযোগী সংগঠনের যৌথসভায় এ কর্মসূচি ঘোষণা করেন তিনি।

ঘোষিত কর্মসূচির মধ্যে আগামী ৩ অক্টোবর সাভারের আমিন বাজারে মহাসমাবেশ করবে আওয়ামী লীগ।

সরকারের উন্নয়ন কর্মসূচির মধ্যে ৭ অক্টোবর বিমানবন্দরের তৃতীয় টার্মিনালটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ১০ অক্টোবর পদ্মা সেতুর রেল সেতুর উদ্বোধন করবেন সরকারপ্রধান। এছাড়া ২৩ অক্টোবর মেট্রোরেল, ২৮ অক্টোবর বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন