আর্কাইভ থেকে বাংলাদেশ

ক্লাসে ফিরেছে কোমলমতি শিক্ষার্থীরা

প্রায় দেড় মাস বন্ধ থাকার পর প্রাথমিক স্কুলগুলোতে সশরীরে শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। আজ বুধবার (২ মার্চ) সকাল থেকেই ক্লাসে ফিরেছে প্রাথমিকের কোমলমতি শিক্ষার্থীরা ।

গেলো রোববার (২৭ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভায় ২ মার্চ শুরু হয়ে ২০ রমজান পর্যন্ত প্রাথমিকের ক্লাস চালানোর সিদ্ধান্ত নেয়া হয়।

অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম গণমাধ্যমকে বলেন, আজ থেকে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের সশরীরে ক্লাস হবে সপ্তাহে ছয় দিন। তবে সংক্রমণ পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় এখনই খুলছে না প্রাক-প্রাথমিক বিদ্যালয়। করোনার পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সময়ে প্রাক-প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেবে সরকার। 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, সব বিদ্যালয় দুই শিফটে পরিচালিত হবে। তবে কোনো সমাবেশ হবে না। একান্ত প্রয়োজন ছাড়া অভিভাবকদের বিদ্যালয়ে আসা নিরুৎসাহিত করতে হবে। টিকা দেয়া ছাড়া কোনো শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত হতে পারবেন না।

উল্লেখ্য ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর ওই বছরের ১৭ মার্চ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। ১৮ মাস পর গত বছর সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও এ বছরের শুরুতে করোনার সংক্রমণ বাড়ায় গত ২১ জানুয়ারি আবারও স্কুল-কলেজ বন্ধ করে দেয়া হয়।

এরপর ২২ ফেব্রুয়ারি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেয়া হয়। ১ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয় খোলার ঘোষণা আসে। শবে মেরাজের কারণে মঙ্গলবার শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকায় বুধবার থেকেই খুলেছে প্রাথমিক বিদ্যালয়।

অনন্যা চৈতী

এ সম্পর্কিত আরও পড়ুন