ফের বিয়ের পিঁড়িতে শাহরুখ খানের নায়িকা
বলা হয়ে থাকে যা রটে তা কিছু বটে। চিরন্তন এই সত্য বাক্যটা আবারও প্রমাণিত হলো। সত্য কোনো কিছুই ঢেকে রাখা যায় না। একসময় তা ফাঁস হয়ে যায়, ফাঁস হয়। এমনই ঘটনা ঘটেছে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খানের ক্ষেত্রে।
বেশ কয়েক মাস ধরেই গুঞ্জনটা ডালপালা মেলেছিল। দীর্ঘদিনের প্রেমিক সেলিমকেই বিয়ে করতে চলেছেন শাহরুখ খানের নায়িকা মাহিরা।
তবে তিনি তা বার বার অস্বীকার করে আসছিলেন। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। মাহিরা ও সেলিমের চার হাত এক হয়ে গেলো।
একদিকে জওয়ান ছবির মাধ্যমে যখন বক্স অফিসে বুড়ে হাড়ের ভেলকি দেখাচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান, তখন তাঁর সুন্দরী নায়িকা দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে। রোববার রাতে পাঞ্জাব প্রদেশের ছোট্ট শহর ভুর্বনে ঘনিষ্ঠ পরিজনদের সাক্ষী রেখেই বিয়ে সারলেন মাহিরা। আর বিয়ের সেই সেই ছবি ও ভিডিও বর্তমানে নেটপাড়ায় দাপিয়ে বেড়াচ্ছে।
বিয়ের দিন প্যাস্টেল শেডের লেহেঙ্গায় সাজেন মাহিরা খান। কালো রঙের শেরওয়ানিতে সেলিম করিম।সাদা ফুলে সেজে উঠেছিল বিয়ের মণ্ডপ। ওড়নায় মুখ ঢেকে সেলিমের দিকে এগিয়ে যান অভিনেত্রী। দুজনেই তখন আবেগপ্রবণ। চোখে জল ছলছল। ওড়না সরিয়ে মাহিরার কপালে চুমু এঁকে দেন সেলিম। জড়িয়ে ধরেন।
বেশ কয়েক বছর ধরেই পাকিস্তানি এই ব্যবসায়ীর সঙ্গে প্রেম করছিলেন মাহিরা খান। বিষয়টি বারবার এড়িয়ে গেলেও ২০২০ সালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সেকথা স্বীকার করেন অভিনেত্রী। এবার ২০২৩ সালের ১ অক্টোবর ঘনিষ্ঠদের সাক্ষী রেখে বিয়ে সারলেন।
এর আগে ২০০৭ সালে প্রথম বিয়ে করেন মাহিরা। বিচ্ছেদ ঘটে ২০১৫-তে। ওই সংসারে ১৩ বছর বয়সী এক পুত্র সন্তান রয়েছে।
‘রইস’, ‘হামসফর’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমায় অভিনয় করেন মাহিরা।